বদলগাছীতে পটল বিক্রি করে বাড়ী ফিরা হলনা কৃষকের

রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী বাজারে ক্ষেতের পটল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ১ পটল চাষী। জানা যায়, পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার নাউরাইল গ্রামের আব্দুল খালেক (৫০) তার ক্ষেতের পটল বিক্রি করতে বুধবার সকালে বদলগাছী বাজারে আসেন।

সকাল ১০ টার পর বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলা আবহাওয়া অফিসের সামনে এক মোটরসাইকেল আরোহী সজোড়ে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং মোটরসাইকেল আরোহী সেও আহত হন।

এলাকাবাসী ছুটে এসে আহত দুজনকেই বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। মৃতের ছেলে আবু হাসান জানায়, তার বাবা পটল নিয়ে সকালে বদলগাছী বাজারে এসেছিল।

মোটরসাইকেল আরোহী উপজেলার সোহাসা গ্রামের মোহসিন কে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তথ্য সংগ্রহকালে তাৎক্ষণিকভাবে বদলগাছী থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ