আহসানুল আলম ইউনিয়ন ব্যাংক লিঃ চেয়ারম্যান নির্বাচিত

সেলিম চৌধুরী পটিয়াঃ- দেশের শীর্ষ শিল্পতি
এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সাহেব এর সুযোগ্য পুএ আহসানুল আলম ইউনিয়ন  ব্যাংকের ৬৬ তম বোর্ড  সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি চট্টগ্রামের পটিয়ায় এক  সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আহসানুল আলম ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোং এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন। আহসানুল আলম জেনেসিস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত পরিচালক। আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। পটিয়ার কৃতি সন্তান আহসানুল আলম ইউনিয়ন ব্যংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক ক্রিড়া সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পটিয়া গর্ব বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কারিগর আলহাজ্ব  সাইফুল আলম মাসুদ সাহেব পটিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টি করে আজীবন পটিয়ার  মানুষের  মনিকোটায় স্থান করে নিয়েছেন। তার সুযোগ্য উত্তরসূরি আহসানুল আলম  ইউনিয়ন ব্যংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পটিয়াবাসী গর্বিত। আহসানুল আলম ও আকিজ উদ্দিন চৌধুরী নেতৃত্বে পটিয়ার উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টির আরোি ও বেশি এগিয়ে যাবে বলে আশাবাদী।  মহান রাব্বুল আলামীনের  দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ