স্টাফ রিপোর্টার আর.জে মিজানুর রহমান ইমনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতি মন্ত্রী শরীফ আহমেদ এমপি এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর হক বাবু'র দিকে নির্দেশনায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা শাখার অধীনস্থ তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী জুয়েল ও সাধারণ সম্পাদক কাজল সরকারের সার্বিক সহযোগিতায় সারাদেশের ন্যায় তারাকান্দা উপজেলার ০৮নং কামারিয়া ইউনিয়নে, (২৭ শে-এপ্রিল) রোজ মঙ্গলবার অসহায় গরীব দুঃখী কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেত্ববৃন্দ ।
এ সময় তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, গৃহায়ন ও গণপূর্ত প্রতি মন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের জনমত গঠনে দেশ ও সমাজের কল্যাণে মানবতার সেবায় সেবায় আমরা স্বেচ্ছাসেবকলীগ পরিবার সব সময় পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ্ । ঐ গরীব কৃষক কান্না জড়িত কষ্ঠে বলেন, দেশের এই করোনাকালীন সময়ে অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি কিন্তু টাকার পয়সার অভাবে থাকায় ধান কেটে বাড়িতে আনতে পারছিলাম না । এদিকে ঝড়, শিল, বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাওয়ার আতংকে ছিলাম । কিন্তু পরের দিন দেখি আমার অজানতেই একদল লোক আমার এই কষ্টের কথা যেন কার কাছ থেকে শুনে ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন । পরে তাদের সাথে কথা বলে জানতে পারলাম উনার তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেত্ববৃন্দ । দেশের এই পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে থেকে এমন মহৎ উদ্যোগে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্যালুট জানাই ।