আশরাফ আলী ফারুকী
গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনায় মৃত্যুবরণকারী আতিকুর রহমান (৭০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের দাফন স্হানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলমের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বাড়িতে দাফন করা হয়। তার জানাজায় ইউপি চেয়ারম্যান এবং স্বজনসহ মোট ৩০ জন উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আতিকুর রহমান মারা যান।পরিবার পরিজন নিয়ে তিনি ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ মহাখালী টিএনটি উচ্চ বিদ্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আতিকুর রহমানের করোনা রিপোর্ট পজিটিভ আসে।পরে পরিস্থিতির অবনতি হলে ২৯ মার্চ মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন স্বজনরা। দুই সপ্তাহ করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সারে এগারোটায় মারা যান আতিকুর রহমান।
ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন,স্ব্যাস্থবিধি মেনে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।