রাজাপুরে পিকআপ খাদে পড়ে বিজিবির সাবেক সদস্য নিহত

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধঃ ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে বিজিবির সাবেক এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার পাকাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাইনদ্দিন (৪৩) বামনা উপজেলার মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি ওই গাড়ির মালিক। তিনি বামনা শহরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে ব্যবসা করে আসছিলেন। মৃতদেহ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত গাড়িচালক মো. সজীব মিয়াকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মাইনদ্দিনের মৃতদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেন। পরে শুক্রবার দুপুরের দিকে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ