চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
"কৃষক বাঁচলে বাঁচবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য করোনা মহামারী তে অর্থ বা শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাকা ধান কাটা এবং বাড়িতে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেন। ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদের পাশাপাশি সকল ইউনিট কে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করলে ছাত্রলীগ নেতৃবৃন্দ সারা দেশব্যাপী গরীব এবং শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে মাড়াই করে দেয়। তারই ধারাবাহিকতায় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস এবং সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবের নেতৃত্বে মঙ্গলবার জেলা ছাত্রলীগ ধান কাটা কর্মসূচী পালন করে এবং যশোর জেলার অন্তর্গত প্রত্যকটি ইউনিট কে শ্রমিক সংকটে থাকা কৃষকদের ধান কেটে দেওয়ার নির্দেশ দেয়।
জেলা ছাত্রলীগের নির্দেশনায় চৌগাছা উপজেলা ছাত্রলীগ হাকিমপুর ইউনিয়ন এর চাকলা গ্রামের করিম মণ্ডলের ছেলে মহিদুল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে এবং এক বিঘা জমির ধান বেধে দিয়েছে চৌগাছা উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী ধান কাটায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের অন্তর্গত চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিহাদ হোসেন, চৌগাছা উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা হাসান রেজা, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহবায়ক আবির মাহমুদ পলক, রাজন আহমেদ, সাইফুল ইসলাম, , পৌর ছাত্রলী নেতা সৌরভ রহমান বিপুল, মিনহাজুর রহমান জিসাদ, পাভেল হোসেন, আক্তারুল ইসলাম, মিরাজ, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা জাহিদ হোসেন, অন্তু, ফুলসারা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুম হোসেন, হাফিজুর রহমান, মিসান আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্ত, রাসেদ হোসেন প্রমুখ। ধান কাটা এবং বাধা শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন বলেন "ছাত্রলীগ মানেই মানবিক কাজ, ছাত্রলীগ মানেই মানুষের বিপদে পাশে দাঁড়ানো, ছাত্রলীগ মানেই প্রাকৃতিক দূর্যোগে উদ্ধারকর্তায় ভূমিকায় অবতীর্ণ হওয়া। গত বছর আমরা আমাদের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ কৃষকের পাশে থেকে ধান কেটে,বেধে এবং ঝেড়ে তাদের বাড়ি পৌঁছে দিয়েছিলাম। এ বছরেও নির্দেশনা পাওয়া মাত্রই আমরা মাঠে নেমেছি। যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে আগামীতেও আমরা এভাবেই কৃষকের পাশে থাকবো ইনশাআল্লাহ।