স্টাফ রিপোর্টারঃ দেশে করোনা পরিস্থিতি ও চলমান লকডাউনের কারণে গতবারের মতো এবারও ধানা কাটা কর্মসূচি পালন করছে ভালুকা উপজেলা ছাত্রলীগ।বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এর নির্দেশে,
মঙ্গলবার(২০এপ্রিল)ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব সিকদারের নেতৃত্বে ভালুকা উপজেলা এর অন্তভুক্ত হবিরবাড়ী,০৩ ওয়ার্ড এলাকায়,১০ জন ছাত্রলীগ কর্মীর একটা টিম,প্রায় আধা বিঘা পরিমাণের জমির ধান কেটে অসহায় কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন। সকলেই সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে এই ধান কাঁটার কাজ শেষ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা রাকিব সিকদার বলেন,কৃষকের ভাল সময় পাশে না থাকলে ও খারাপ সময় আমরা কৃষকের পাশে থাকব ছাত্রলীগের কর্মীরা। বিগত বছরের ন্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং নৈতিক দায়িত্ব হিসেবে আমরা কৃষকের জমির ধান কেঁটে বাড়িতে পৌঁছে দেই। আমাদের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কৃষক করিম মিয়া বলেন,প্রায় এক সপ্তাহ আগে তার জমির ধান কাটার উপযোগী হয়। করোনায় শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ছেলেরা এসে স্ব উদ্যোগে তার ধান কেটে দিয়েছেন।ছাত্রলীগের ছেলেরা এসে আমার পাশে দাঁড়িয়েছে,আমি অনেক খুশি।আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।
