কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ লাতিফুল আজম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া অবস্থায় সদর ইউপির কেশবার পার্শ্ববর্তী গ্রামের সিট রাজিব বাংলা বাজার নামক স্থান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার সকাল ১০টায় ওই ইউপি'র সিট রাজিব বাংলা বাজার  আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের সামনের আমগাছ থেকে  এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল সদর ইউপি'র কেশবা গ্রামের মৃত্যু আতিয়ার রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, শফিকুল গত কাল মঙ্গলবার  বিকেল ৩ টায়  রণচন্ডী ইউপি'র খদ্দের  পাড়া গ্রামের শ্বশুর আলয়  জালাল উদ্দিনের  বাড়ি যাওয়ার কথা বলে বেড়িয়ে যান। বুধবার সকালে লোক মুখে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যুর খবর জানতে পারেন। তাদের দাবি তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী এবং দীর্ঘদিন যাবৎ  মৃগী রোগে ভুগছিলেন, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালায়। তারা আরও  বলেন, তিনি পরিবারবর্গ কে ভরণপোষণ দিতে না পারায় ইতোমধ্যে  দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন,  তৃতীয় স্ত্রী দুই সন্তান কে নিয়ে রংপুরের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ ব্যাপারে  কিশোরগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর (এস আই) আক্কেল আলী  বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে   হত্যা না আত্মহত্যা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ