মেহেরপুরে অগ্নিকাণ্ডে ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনি উপজেলার তেতুলবাড়িযা ইউনিয়নের করমদি গ্রামের খাজা মুইনউদ্দিন এর বাড়ির রান্না ঘর থেকে অগ্নিপাতের সুত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে জায় আজগর হোসেনের ছেলে কালামের বাড়িতে। কালামের বাড়ির সব কিছু পুড়ে বলে জানা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
তথ্য সুত্রে জানা যায় খাজা মুইনউদ্দিন এর বাড়িতে রান্না করার সময় অসাবধানতার কারণে আগুন লেগে যায় । পরে আগুনে ছড়িয়ে যায় পাসের বাড়ি কালামের বাড়িতে।এতে কালামের বাড়ির আসবাবপত্র সহ বাড়ির অর্ধেক   অংশ পুড়ে যায়।  এলাকার বাসিন্দারা আগুন নিভাতে সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে জানান পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসেসের সদস্যরা জানান সময়মত আমাদের না জানালে পাসের আরও বাড়িতে আগুন লাগার সম্ভাবনা ছিল। কালাম আমাদের প্রতিনিধিদের জানান আগুনে তার প্রায় ১ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ