নিজস্ব প্রতিনিধিঃ নলছিটি কাঠেরঘড় বাজারে টিনের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।এ ব্যাপারে নলছিটিতে কাঠেরঘর গাজি এন্টার প্রাইজ প্রোপাইটার মোঃ নুরুল ইসলাম গাজী বলেন "আমি প্রতি,দিনের ন্যায়,আমার দোকানের ঝাপ হালকা ফেলে নামাজ পড়তে মসজিদে যাাই । নামাজ পড়ে দোকানে ডুুকলে দেখতে পাই যে, সুজন গাজি,আমার দোকানের ভিতরে। আমি তাকে দেখে জিজ্ঞেসা করি তুমি দোকানের ভিতরে কেন? তখন সে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। আমি তাকে ধরে চিৎকার দিলে পাশের দোকানের লোকজন ওকে ধরে ফেলে। আমি তাকিয়ে দেখি আমার ক্যাসের তালা ভাঙ্গা। ক্যাসের ভিতরে থাকা ৫০ হাজার টাকা ও খুরচা টাকা কিছুই নেই। সকলে তাকে জিজ্ঞেসা করলে সে বলে তার সাথে থাকা তিন জন সঙ্গী দের কাছে দিয়েছে। তার বাবা কে ডেকে বলার পরে তার বাবা বিষয় টি ব্যাপরে ক্ষমা চায়। এবং বলে আগামি কালকের মধ্যে বিষয়টি সমাধান দিব। এবং তার অনুরোধে প্রশাসনের কাছে হস্তান্তর না করতে বলে। কিন্তু সে পরের দিন অতিবাহিত হওয়ার পরে বিষয়টির কোনো কর্ণপাত করে না, আমি গণ্যমান্য ব্যক্তি বর্গের ও আত্মীয়স্বজনদের সাথে আলাপ করলে তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলে। আমি এই মর্মে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)