অবশেষে মৃত সাহিদা বেগম এখন জীবিত

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধিঃ ভোটার তালিকায় মৃত উল্লেখ থাকায় নানা সমস্যায় ভুগছিলেন চিরিরবন্দর উপজেলার সাহিদা বেগম নামের এক মহিলা। কিন্তু জীবিত থাকার পরও চলমান জীবনে নানা সমস্যায় ছিলেন তিনি মৃত হিসেবে। স্বামীর পেনশনের টাকা তুলতে পারছিলেন না তিনি। এরপর বিভিন্ন অফিসে দেনদরবার করে প্রত্যায়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে অবশেষে গত ২১ এপ্রিল বুধবার দুপুরে তাঁর জীবিত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিস। এরপর ওই প্রমাণপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ অফিস হতে ছাড়পত্র মোতাবেক গত ২২ এপ্রিল বৃহস্পতিবার ব্যাংক থেকে স্বামীর অবসরভাতা উত্তোলন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর সোনালী ব্যাংক ব্যবস্থাপক আহমাদুজ্জামান চৌধুরী।
উপজেলার ভূমি অফিসের ৪র্থ শ্রেণির অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের বাসিন্দা মৃত ফজির উদ্দিনের স্ত্রী সহিদা বেগম। জানা গেছে, গত ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদে সাহিদা বেগমকে মৃত উল্লেখ করা হয়। পরবর্তীতে আইডির তেমন বেশি প্রয়োজন না হওয়ায় তিনি জানতেন না। এতোদিন পুরোনো আইডি ব্যাবহার করেই চলেছেন। এরপর স্বামীর অবসরভাতা তুলতে ব্যাংকে গিয়ে জানতে পারেন তিনি মৃত হিসেবে লিপিবদ্ধ হয়েছেন। তখন সংশোধনের জন্য আবেদন করেন তিনি।

বিষয়টি নিয়ে গত ১৪ এপ্রিল বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাচন অফিস ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে যোগাযোগ করে ওই মহিলাকে পুনরায় জীবিত করে জাতীয় পরিচয় পত্র সংশোধন করে নিয়ে আসেন।

এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মালেক জানান, ভোটার তালিকায় সংযোজন বিয়োজন হয় যখন হালনাগাদ হয়। তখন তথ্যদাতা এবং গ্রহিতাদের মাধ্যমে তথ্য সংযুক্ত হয়। এটি কেন হয়েছিলো তা খতিয়ে দেখা হবে, সেইসাথে নির্বাচন কমিশিন যে ধরনের ব্যবস্থা নিতে বলে তাই নেয়া হবে বলেও জানান তিনি। এদিকে একই সমস্যা পাওয়া গেছে উপজেলার আরও কয়েকজনের বেলায়। তাদের ব্যাপারেও নির্বাচন কমিশনে সকল তথ্য পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ