মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব মহারাজপুর বিলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে সরেজমিন গবেষণা বিভাগ খুলনা দৌলতপুর, বারি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কয়রা এর সহযোগিতায় বোরো ধানের ফসল কর্তনের উপর মাঠ দিবস পালন করা হয়েছে। গত সোমবার বিকাল ৩ টায় পূর্ব মহারাজপুর ব্রিধান-৬৭ জাতের ধানের উপরে স্থাপিত প্রদর্শনী ক্ষেতে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৌলতপুর খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। কৃষি গবেষণা ইনস্টিটিউট এমএলটি কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ব্রির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইমরান উল্লাহ সরকার ও ফার্ম ম্যানেজার অসীম কুমার বিশ্বাস। আলোচনায় আরও বক্তব্য রাখেন এসএপিপিও মোঃ নজরুল ইসলাম, এসএএও ফারুক হোসেন, এ্যাডঃ আনিছুর রহমান, এম আনোয়ার হোসেন, কৃষক মোতালেব হোসেন, আশরাফ হোসেন, কাজল প্রমুখ। এসময় প্রধান অতিথি ড. মোঃ হারুনর রশীদ বলেন, ব্রি ধান ৬৭ জাতের প্রধান বৈশিষ্ঠ্য হলো চারা অবস্থায় ১২ থেকে ১৪ ডিএস/মি লবণাক্ততা সহ্য করতে পারে। জাতটি অংগজ বৃদ্ধি থেকে প্রজনন পর্যায় পর্যন্ত লবণাক্ততা সংবেদনশীল সকল ধাপে ৮ ডিএস/মি মাত্রার লবণাক্ততা সহ্য করে ফলন দিতে সক্ষম যা প্রচলিত ্্্উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ২৮ পারে না। এ জাতটির জীবনকাল ১৪০ থেকে ১৫০ দিন। ফসল কর্তন ও মাঠ দিবসে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
