মোঃআরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় নামক স্থানে মেসি-মাইক্রোবাস সংঘর্ষ এক দিনমজুর শ্রমিক নিহত হয়েছে এবং আরো সাত শ্রমিক আহত হয়েছে।
মঙলবার ২০ এপ্রিল সন্ধ্যায়, জয়পুরহাট -হিলি মহাসড়কে জিয়ার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান,নিহত শ্রমিক মোঃ রবিউল ইসলাম(৫০) নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
আহতরা হলেন,একই উপজেলার,শাহাজান আলীর ছেলে সাহেব আলী(৩৮),আমির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০),কাশেমের ছেলে নুরুল হক(৫০),মনিরের ছেলে দুলাল(৪৫),নুর হোসেনের ছেলে সুরুজ(৩৮),আব্দুল হকের ছেলে জিয়াউল হক(৩৫),হান্নানের ছেলে আব্দুল খালেক(৩৮)এবং আয়েন উদ্দিনের ছেলে নয়ন মিয়া(৩৫)
পাঁচবিবি অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান,নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে বেশ কিছু ধান কাটা শ্রমিক নওগাঁ আত্রাই উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল,পথে জিয়ার মোড় নামক স্থানে বালু বোঝাই মেসি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রবিউল ইসলাম নামে একজন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ,ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।