আদালতের কাছে কারাগারে ইবাদতের উপযোগী জায়গার আবেদন করেছেন মাওলানা মামুনুল হক

এইচ এম জহিরুল ইসলাম মারুফ: মাওলানা মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর
শুনানির সময় আদালতের কাছে কারাগারে ইবাদত করার উপযোগী জায়গার আবেদন করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। গতকাল রবিবার দুপুরে রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে গ্রেফতারের পর আজ মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় আদালতের অনুমতি নিয়ে এ আবেদন জানান।

সোমবার (১৯ এপ্রিল) রিমান্ড শুনানি শেষে মাওলানা মামুনুল হকের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনজীবী সৈয়দ মেজবাহ বলেন, এসময় আদালতের কাছে কথা বলার অনুমতি চান মাওলানা মামুনুল হক। অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হক বলেন, 'আমি রমজানে নিয়মিত ইবাদত করি, রোজা রাখি। গতকাল আমাকে যেখানে রাখা হয়েছে সেটা বসবাস ও ইবাদতের অনুপযোগী। আমি আদালতের কাছে আবেদন জানাই, আমাকে যেন ইবাদতের উপযোগী জায়গায় রাখা হয়।

এসয় আদালত বলেন, আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে। আপনার কোনো কষ্ট হবে না, ইবাদতের বিঘ্ন ঘটবে না।'

মামুনুল হকের পক্ষের আইনজীবী বলেন, গতকাল গ্রেফতারের পর তাকে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেজন্য তাকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে আদালতকে জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ