ইকরামুল করিম, ঝিকরগাছা, যশোর: যশোরের ঝিকরগাছায় ছাত্রলীগের পক্ষ থেকে গরীব, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকালে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।
কেন্দ্রিয় ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ও ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে।
বুধবার বিকালে ঝিকরগাছা উপজেলা মোড় বঙ্গবন্ধু ভাস্কর্য চত্ত্বরে ১৫০ জন অসহায় মানুষ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ সর্বদা মানবিক কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ মানুষের কল্যাণে কাজ করছে'।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, ছাত্রনেতা নাঈমুর রহমান হৃদয়, দেবরাজ কুমার, হান্নান হোসেন, আরাফাত হোসেন শান্ত, শিহাব উদ্দীন রাজ, রাহুল হোসেন, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইনজামামুল হক ইমন, নাভারন ইউনিয়ন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তরি, গদখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেরাজ হোসেন মিঠু, সানি সরদার, ইমন হোসেন প্রমূখ।
