নওগাঁর আত্রাইয়ের শাহাগোলাতে বিষপানে এক যুবকের আত্মহত্যা

রাজশাহী ব্যুরো 
নওগাঁর আত্রাইয়ে রব্বেল হোসেন (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাগোলা গ্রামে।
বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত রব্বেল হোসেন উপজেলার শাহাগোলা গ্রামের আফসার আলীর ছেলে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে নিহত রব্বেল বুধবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় পরিবারের লোকজনের অজান্তে বিষপান করে। পরে রাত ১২টার দিকে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সাথে সাথে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথমধ্যে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ