নগরকান্দায় লস্করদিয়া ইউনিয়নে ৫শত জন পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার

নগরকান্দায় লস্করদিয়া  ইউনিয়নে ৫শত জন পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার
ফরিদপুর প্রতিনিধিঃ   মাননীয় প্রধানমন্ত্রী উপহার নগদ অর্থ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া   ইউনিয়নে ৬ মে বৃহস্পতিবার   সকালে লস্করদিয়া  ইউনিয়ন পরিষদে শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জেতি প্রু।এসময়  উপস্থিত ছিলেন নগরকান্দা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকবার মিয়া, ,নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ  ,লস্করদিয়া   ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার,  লস্করদিয়া  ইউপি সদস্য বাচ্চু মোল্লা্  ইউপি সদস্য কাউয়ম মিয়া, ইউপি মহিলা সদস্য মাহামুদা আক্তার ,প্রমুখ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ প্রধান করেন। ইউনিয়নের পাঁচশত জন  ভোগীদের  জন প্রতি ৫০০ টাকা করে প্রধান করেন, এই করোনা কালীন সময়ে পাঁচশত টাকা পেয়ে  দোস্ত পরিবাররা খুব খুশি হয়। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা দোয়া করেন

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ