সিলেট ব্যুরো: সিলেট নগরীর বাগবাড়িস্থ নরসিংটিলায় হাজী গিয়াস ষ্টোর নামের এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা ভেঙে চোর চক্রটি প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার (১৭ মে) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় হাজী গিয়াস ষ্টোরের স্বত্তাধিকারী শেবুল আহমদ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই সাথে চুরির বিষয়টি স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানকে অবগত করেন তিনি।
নৈশ প্রহরীরা জানায়, রাতে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোরে ডিউটি শেষ হওয়ার পর এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পঞ্চায়েত কমিটি দোকান পরিদর্শন করেন।