নিউজ ডেস্কঃ নৈঃশব্দ্যের কবি ড. শাহনাজ পারভীন তার ৪৬ তম জন্মদিনে সিক্ত হলেন সকলের আশির্বাদ আর ভালবাসায়। ৭ মে বিকেলে ইনস্টিটিউট নাট্যকলা সংসদের ভ'-পতি মঞ্চে তার জন্মদিন উপলক্ষে বসেছিল যশোরের কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গীতিকার, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের মিলনমেলা। নৈঃশব্দ্যের কবি ড. শাহনাজ পারভীনের জন্মদিন উদযাপন পরিষদের আয়োজনে কবির কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন যশোর শিক্সাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মুস্তাফিজুর রহমান। বহু প্রতিভার অধিকারী এ ব্যক্তিত্বকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আরো উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক ও কবি তারাপদ দাস, যশোর ইনস্টিটিউটের সাধারন সম্পাদক জনাব শেখ রবিউল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি জনাব হারুন অর রশীদ, কলামিষ্ট আমীরুল ইসলাম রন্টু, অধ্যক্ষ ও কথাসাহিত্যিক পাভেল চৌধুরী, মহিলা পরিষদ যশোরের সভানেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ, যশোর শিল্পকলা একাডেমীর সম্পাদক মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক সম্পাদক ইফতেখার আলম, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী নারীনেত্রী হাবিবা শেফা, রিরিক যশোরের পরিচালক কবি কাসেদুজ্জামান সেলিম, শিক্ষাবোর্ড যশোরের উপপরিচালক জনাম আব্দুল খালেক, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক কবি নাসির নজিরী, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, আশাবরী সঙ্গীত নিকেতনের সভাপতি অধ্যাপক ড. শামীম সবুজ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সামসুজ্জামান, উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, কবি ডা. ফজল মোবারক, কবি শেখ শাহরিয়ার সোহেল প্রমুখ। অভিব্যক্তি প্রকাশ করেন ড. কবি শাহনাজ পারভী ও তার অনুপ্রেরণার উৎস স্বামী মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সদস্যসচিব ও াগ্নিবীণার কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচকরা বলেন, শাহনাজ পারভীন তার নিজ দক্ষতা ও যোগ্যতাবলে বহু বাঁধা অতিক্রম করে আজকের এ অবস্থানে পৌঁছেছেন। মহিলা কবিদের জন্য তিনি অনন্য এক উদাহরণ।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৭ মে ফরিদপুর জেলার কামারখালীতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা মিলিয়ে এ পর্যন্ত তার ১৮টি গ্রন্থ প্রকাশ পেয়েছে। বিবিধ সম্মাননায় ভ'ষিত এ প্রতিভাধর ব্যক্তি বর্তমানে উপশহর মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কবি