কুলাউড়ায় শতাধিক পরিবারে ইয়াসমিন খানের ঈদ উপহার

মোঃ রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ কুলাউড়ায় অসহায় দুস্থ শতাধিক পরিবারকে ঈদের খাদ্য সহায়তা প্রদান করেছেন ইউকে প্রবাসি ইয়াসমিন খান।সোমবার (৩ মে) বিকেলে কুলাউড়া আধুনিক ডাক বাংলো প্রাঙ্গনে উনার পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী তুলে দেন অন্যান্যরা। 

জানা যায়, করোনার লকডাউনের প্রভাবে রমজানে বিভিন্ন শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েন। এতে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমজীবি মানুষেরা। এমন অস্বচ্ছল শতাধিক পরিবারকে বাছাই করা হয়। সোমবার বিকেলে এই খাদ্য সামগ্রী ওই সকল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আমেনা মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী জাহের আলম চৌধুরি , শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য মমতাজ হাসান, বিশ্ব মানচিত্র প্রতিনিধি রুবেল বখস পাবেল, লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ