ভর্তি পরীক্ষার প্রস্তুতি


সাধারন জ্ঞান
১.কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?-মিশর
২. আফগানিস্তানে কতটি সমুদ্র বন্দর আছে?-একটিও না
৩. নেপালে কতটি সমুদ্র বন্দর আছে? -একটিও নয়।
৪. জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?- শ্রীলঙ্কা
৫. বিশ্বের বৃহত্তম হৃত কোনটি?-কাস্পিয়ান সাগর( Caspian Sea)
৬. শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে কোন  প্রণালী?-পক।
৭. গোলান মালভূমি কোন দেশের অংশ?- সিরিয়া।
৮. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?-২০০০ সালে। 
৯. মুসলমানদের সাথে কাফিরদের প্রথম যুদ্ধ -বদর।
১০. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় - নয়াদিল্লি। 
১১. সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র কে  বলেছেন?-হ্যারল্ড।
১২. কোনটি আইনের উৎস নয়?- প্রচলিত রীতি নীতি।
১৩. নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?- মাউরি।
১৪. ওয়ার্ল্ড ওয়াচ কি? -বিশ্বের বিভিন্ন দেশের সময় পর্যবেক্ষণকারী সংস্থা।
১৫. দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?- জার্মানি।
১৬. জাতিসংঘের প্রতিষ্ঠার সন কত?- ১৯৪৫ সালে। 
১৭. মধ্যপ্রাচ্যের অনারব দেশ কোনটি? -তুরস্ক ও ইরান।
১৮.  BLACK LIVES MATTER কি? -বর্ণবাদ বিরোধী আন্দোলন। 
১৯. ভুটানের জাতীয় খেলা কি? -Archery ( আঃ চারি)
২০. সুমো কি?-জাপানি কুস্তি। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ