মনে পড়ে তুমায় কবি সুজন মাহামুদ খান


তুমায় মনে পড়ে
সয়নে স্বপনে নিরঘুম রাত্রিতে
সেই তুমার ইস্কুলে আসা
তুমাকে অবুজের মত ভালবাসা।
তুমি বড়ই নিষ্টুর
তাই তো আজ আর
মনে কর না আমাদের ভালবাসার দিনগুলো।
ভালবেসেছিলাম তুমাকে ভাললাগে বলে,
সে কি মোর অপরাধ
জানতাম না আগে,
তাই তো তুমাকে মনে পড়ে
অনেক অনেক দিন পড়ে।
তুমি সেই আগের মত আছো
নাকি ভালবাসাকে দুঃখ দিয়ে
ভালবাসার উপারে চলেগেছো,
খুব জানতে ইচ্ছা করে
তুমার জীবনের গল্প।
তবু তুমার পাই নাই দেখা
তুমায় অনেক অনেক দিন খুজে
শুধুই পেলাম ব্যেথা।
ভাগ্যে বুজি আমার ভালবাসা নামের
লিখা ছিলো ব্যাথা
তাই তো আজ  ,
তুমাকে ভালবাসি বলে ।
তুমার ভালবাসার চিতি 
শুধুই ব্যাথার কথার রিতি 
তবু মনে পড়ে তুমায়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ