মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় এলাকার বখাটে ছেলদের অত্যাচার সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী কিটনাশক পান করে আত্নহত্যার চেস্টা করেছেন।সনাতন ধর্মাবলম্বী নবম শ্রেনীর এই স্কুল ছাত্রীকে (১৪)প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিনিয়ত উত্যক্ত করত সিহাব নামের এক স্থানীয় বখাটে।
স্কুল ছাত্রীর অভিভাবক অনেক বার ওই বখাটে কে সতর্ক করা স্বত্তেও কোন লাভ হয়নি।গতকাল ৪ ঠা মে দুপুরে ওই স্কুল ছাত্রী বাড়ির সামনে তার মাকে ধান শুকানোর কাজে সহযোগিতা করছিল।এমন সময় বখাটে সিহাব তার আরো ৬ জন বন্ধু বান্ধব সহ উপস্থিত হয়ে ওই স্কুল ছাত্রীকে যৌন হয়রানি সহ তুলে নিয়ে যাওয়ার চেস্টা করে।
মেয়েটির চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে বখাটেরা পালিয়ে যাওয়ার চেস্টা করে।এলাকাবাসি তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এই অপমান সইতে না পেরে মেয়েটি কিটনাশক পান করে আত্মহত্যার চেস্টা করে।মেয়েটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।এলাকা বাসি বখাটেদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।