মনের দুঃখ হাজী জয়নাল মুন্সী

এ কোন জামানায় বাস করি, সত্য বলার নাই।
মিথ্যা কথা বলতে পারলে,সম্মান  পাওয়া যায়।
  মিথ্যা দিয়ে সমাজটাকে,করছে কোলশিত।
সত্যবাদীর সত্য কথায়, হয় যে পরাজিত।
সত্য কথা বলতে গেলে,বোকা বলে তারে।
মিথ্যা কথার বাহাদুরী, চলছে এদেশ জুড়ে।
দুষী জনে মিথ্যা বলে,খালাস পেয়ে যায়।
সত্য কথার মূল্য তারা,দিতে নাহি চায়।
সত্য কথা ঢেকে রেখে, মিথ্যা কথা বলে।
বেলাহাজের ফাকির মত,মানুষগুলো চলে।
এই যে হলো এ দেশেরী,বর্তমানের যুগ।
সত্যবাদী ভদ্র লোকদের,যাচ্ছে ফেঁটে বুক।
সত্যের দিকে লখ্য যদি,করতো অফিসার।
সরল লোকদের ইজ্জত থাকত,আজ কিন বা কাল।
নাইলে কিন্তু ডুবে যাবে,ইজ্জতের ও গাড়ী।
মাথায় হাত তারা,ফিরবে রাতে বাড়ি।
মনের দুঃখ মনেই রবে,দুঃখ যাবে না।
বিচারকে লখ্য করলে, দুঃখ থাকবে না।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ