কেউ কথা দিয়ে কথা রাখলো না , মোঃসুজন মাহামুদ খান


কেউ কথা দিয়ে কথা রাখলো না
আমাদের পাকুটিয়া ইউনিয়নের সামছুল সরকার
কথা দিয়েছিলো,
গরিব দুঃখী মানুষকে ভালবেসে পাশে থাকবে,
সে আজ ইউনিয়নের চাল গম চুরি করে,
থাকে দুর থেকে বহুদুরে।
পাকুটিয়ার দুর্রনীতি দিন দিন
বেড়েই চলছে,
কেউ কথা দিয়ে কথা রাখেনি।
আকাশের দিকে চেয়ে
আশায় ছিলাম বৃষ্টি হবে
আজ আর বুজি বৃষ্টি হলো না,
মেঘ চলেগেলো পূর্রদিকে দুরথেকে বহুদুরে ,
কেউ কথা দিয়ে কথা রাখলো না। 
ভাললাগে বলে ভালবেসেছিলাম
ভালবাসার মানুষকে   ,
সেও আজ ভালবাসাকে ব্যাথা দিয়ে
একা করে
   চলে গেলো দুরথেকে বহুদুরে,
আজ কেউ কথা দিয়ে কথা রাখলো না। 
বাংলায় বাংলা ভাষায় কথা বলি বলে
উরর্দ ফারসি
কেউ কথা  দিয়ে  কথা রাখলো না
এই আমাকে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ