সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএডিসি) নির্বাহী প্রকৌশলী নিহত

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রসিতিনিধিঃসিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায়  পাবনা জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় গুরুত্বর আহত হয় গাড়িতে থাকা পাবনা বিএডিস'র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ