সিরাজগঞ্জ বাগবাটিতে দূর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুর মাছ নিধন থানায় অভিযোগ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে দত্তবাড়ী গ্রামে দূর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, দত্তবাড়ী গ্রামের নিলের কুঠির ঈদগাহ নামে ৯৯ শতাংশ জমির পুকুর ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে দত্তবাড়ী গ্রামের লাল চাঁনের ছেলে আবু কাওসার, আজাহারের ছেলে জবান আলী ও সুজাবত আলীর ছেলে জাকির হোসেন এর কাছে ২ বছর মেয়াদে লিজ দেয় কর্তৃপক্ষ। তারা পুকুরে রেনু পোনা ফুটানোর ব্যবসা চালু করে। গত মঙ্গলবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকাল বেলা পুকুরে মাছ, ব্যাঙ সহ মরে ভেসে ওঠে। এ বিষয়ে কাওসার আলী লোক জনের মুখে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখে মাছের পোনা মরে ভেসে ওঠে আছে। এ ব্যাপারে কাওসারের সাথে কথা বললে তিনি বলেন, আমার পুকুরে মাছ মরা দেখে আমি সিরাজগঞ্জ মৎস্য অধিদপ্তরে একটি অভিযোগ করি এবং সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। কে করতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার সাথে কারো সে রকম কোন দন্দ নেই। তবে আমাদের গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ আশাদুল ইসলাম আমার পার্টনার ছিল। কিন্তু টাকা পয়সা নিয়ে সে আমার পার্টনারশিপ থেকে বেরিয়ে গেছে আর ১৫০০/- টাকা পাবে। এই টাকা নিয়ে দুইটা কথা কাটা কাটি হয়েছে আমাদের মাঝে। এ বিষয়ে মুহতামিম ও ক্যাসিয়ার মোঃ নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির  সদস্য আব্দুল হালিম সরকার তারা বলেন,ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে আমরা এই পুকুর লিজ দিয়ে থাকি। কিন্তু আজকে যে এ ঘটনা ঘটিয়েছে তা খুবই দু:খ জনক। আমাদের দাবী এই ঘটনার সঠিক তদন্ত করে যেন অপরাধির সঠিক বিচার হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ