চাঁদ উঠেছে আকাশ প্রাণে মোঃসুজন মাহামুদ খান


চাঁদ উঠছে আকাশ প্রাণে
       তাই দেখে
খোকা খুকু হাসে,
চাঁদ তারা আকাশকে খুবি ভালবাসে।
তাই তো ওরা
আকাশ প্রাণে আছে
খুকা বলে খুকার মাকে ,
খুকার মা বলে
ওরে বুকা
ওদের বাসায় আকাশ প্রাণে।
খুকা আবার বলে
আকাশ প্রাণে যাবো আমি ,
পন করেছি বইয়ের চাঁদ ছুয়ে
মা থাকে যদি সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ