![]() |
শৈলকুপায় বি এন পি নেতা ওসমান আলির নগদ অর্থ বিতরণ |
সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আজ (১১ মে) সকালে বিশিষ্ট শিল্পপতি ও ঝিনাইদহ জেলা বিএনপি সদস্য ও শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান আলি ঈদুল ফিতর উপলক্ষে শৈলকুপা উপজেলা ও পৌর সভার গরীব অসহায় ও ছিন্ন মুল মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। আজ সকালে শৈলকুপা পৌরসভায় তার নিজ বাসভবনের নিচেই এই নগদ অর্থ বিতরণ করেন। এই সময় প্রায় ২০০০ জন লোকের মাঝে সাহায্য বিতর করা হয়৷
বিএনপি নেতা ওসমান আলি বলেন, করোনা মহামারীর মধ্যে সবচেয়ে বেশি আসহায় হয়ে পড়েছে, শ্রমজীবী মানুষ তাই তাদের জন্য মানবিক ও ধর্মীয় কারণে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন। তারা যেনে অন্য সবার মত পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে তাই আমার এই সমান্য চেষ্টা।