যশোরে সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মতিয়ার রহমানঃ অদ্য ১৯ মে ইং রোজ বুধবার সকাল দশটায় যশোর জেলার, শার্শা উপজেলা নাভারন সাতক্ষীরার মোড়, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম এর,সচিবালয় সরকারি আমলা কর্তৃক

নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফরিদ খানের নির্দেশে, বাংলাদেশ প্রেস ক্লাব যশোর জেলা শাখা ও শার্শা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মতিয়ার রহমান সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব যশোর জেলা শাখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান, সভাপতি শার্শা প্রেসক্লাব, মোঃ আব্দুর রহিম সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখা, মোঃ আমিনুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখা, মাওলানা কাজী ইদ্রিস আলী সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছা উপজেলা শাখা, সাংবাদিক আমিরুল ইসলাম জীবন, যুগ্ন-সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছা উপজেলা শাখা, আমন্ত্রিত অতিথি মোঃ রফিকুল ইসলাম বুলি প্রভাষক নাভারন ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রী কলেজ, ও আরো অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী জানান, সাংবাদিকরা সরকারের বিরুদ্ধে নয়, সাংবাদিক ও সরকারের মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের চিহ্নিত করে , আইনের আওতায় আনা হোক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা বেগমের সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশন কে নেওয়ার জন্য বিনীতভাবে সাংবাদিকরা অনুরোধ জানান। সবাইকে ধন্যবাদ জানাইয়া সভাপতি মহোদয় মানব বন্ধন ও আলোচনা সভা শেষ করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ