নিউজ ডেস্কঃ অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জাগ্রত সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সোমবার (১০মে)টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধ্য মহিষমারা জামে মসজিদ প্রাঙ্গনে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সিরাজী,মহিষমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মোসলেম উদ্দিন,সুনামগঞ্জ (গারোবাজার) পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুস্তফাকামাল, সুনামগঞ্জ (গারোবাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ্ আলম সরকার।
অতিথিরা জাগ্রত সেচ্ছাসেবী সংগঠনের এরকম উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে সংগঠনটি এরকম মানবিক কাজ কাজ চলিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।এ সময়ে উক্ত সংগঠনটির সভাপতি মোঃ জরিপ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সদস্য সপ্বন,মোশারফ সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম বলেন, আমাদের জাগ্রত সেচ্ছাসেবী সংগঠনটি নতুন যাত্রা শুরু করেছে। আমাদের মূল উদ্দেশ্য গরীব অসহায় মানুষদের নিয়ে কাজ করা যা আমরা সবসময় অব্যাহত রাখার চেষ্টা করব।সংগঠনটি এ সময়ে ৫০টি দারিদ্র পরিবারের মধ্যে আতপ চাউল, সেমাই, চিনি, দুধ,সাবান সহ অন্যান্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।