![]() |
হবিগঞ্জে মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্লার উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে ঘর প্রদান |
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ইংরাজ ও সাবাজ এবং তাদের বৃদ্ধ মা অসহায় জীবন যাপন করে আসছিলেন সমাজের কেউ তাদের খোঁজ রাখেন না উপরন্তু তাদের নিয়ে অনেকে হাসি মস্করা করত। হবিগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নজরে আসলে উনি পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য একটি ঘর উপহার দেওয়া হয় (১৯-মে) দুপুরে।
এই পরিবারের হাতে তাদের ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমুখ।