বিল মোঃ ইয়াকুব মুন্সী,রাজবাড়ী

 বিল ভরা  পানি ছিলো,
পারে ছিলো  গাছ। 
সেই পানিতে  ছিলো  কতো-
 রং বি রংঙের মাছ। 
র্বষা  এলে জেলেরা  সব, 
ভেশাল  দিতো বিলে।
রুই  কাতলা  বোয়াল  গুলো,
থাকতো  গভীর  জলে । 
রং বি  রংঙের  নৌকা  ছিলো, 
 কারো ছিলো  । 
নৌকা  বাইছের  সময়  যেনো,
 দেখতাম নৌকার  মেলা।
বিল  শুখালো  নাইরে পানি,
হইলো  কতো  বাড়ী। 
বিলের   মাঝে  রাস্তা হয়ে,
 চলছে মোটর  গাড়ি।
এই পারেতে  আমার  বাড়ী,
 ঐ পারেতে  মাঠ।
মাঠের   মধে  আছে একটা,
 বড় বটের  গাছ। 
গাছের   নিচে  বসে  কৃষক,
 জুরাইতো  প্রান। 
কেউ বা  আবার  সুর  তুলিতো, 
 ভাটিয়ালি গান ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ