চৌহালীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মমিন মন্ডল, সংসদ সদস্য সিরাজগঞ্জ ৫।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ তাজ উদ্দিন, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালী উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালী উপজেলা শাখা ও চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ। 

আরো উপস্থিত ছিলেন মোল্লা বাবুল আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালী উপজেলা শাখা। জনাব আব্দুর রহিম রেজা,সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ চৌহালী উপজেলা শাখা।

এসময় বক্তারা বলেন দলের অসময়ে যারা কাজ করে গেছে তাদের জাতি স্বরন করছে। এরই  ধারাবাহিকতায় সাবেক সফল সাধারণ সম্পাদক এম এ মোকদম এর স্মৃতি চারনে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন ওয়াড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও গণমাধ্যম কর্মী গণ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ