রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বঙ্গবন্ধু 

ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সীমান্তবাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। বুধবার ২৩ জুন বিকাল ৫ টায় সীমান্তবাজার  দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম জুড়ান। পরিচালনা করেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার।  দলটির রাজনৈতিক ঐতিহ্য ও গৌরবের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য, মনসুর নগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম রব্বানী তালুকদার, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো প্রমুখ। 

এসময় রতনকান্দি ইউনিয়ন ছাত্র লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক নুরে আলম সিদ্দিকী রতন,রতনকান্দি  ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা, রতনকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ