চিরিরবন্দরে আওয়ামী লীগের সভাপতি ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মো. মিজানুর রহমান মিজান,( চিরিরবন্দর)দিনাজপুর প্রতিনিধিঃ স্বাধীনতার পর হতে অদ্যাবধি পর্যন্ত দীর্ঘ ৫০ বছর ধরে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মো. আয়ুবর রহমান শাহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২ টায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

তাঁর মৃত্যুতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ও চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনবন্ধু অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ