টাউট আলমগীর মুহুরী আটক!

নিউজ ডেস্কঃ   টাউট ও জালিয়াত মুহুরী আলমগীর এক মোয়াক্কেল থেকেই ফি নিয়েছে ৩০ লাখ টাকা।আলোচিত টাউট ও জালিয়াত মুহুরী আলমগীরকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ী পিরোজপুর।উচ্চ আদালতের আলোচিত টাউট সার্টিফাইড কপি জাল জালিয়াতির অন্যতম সক্রিয় সদস্য যাহার জালিয়াতির কাছে ধরাশায়ী ছিল আইনজীবী,বিচারপ্রার্থী ও বিচারালয়। 

আজ সেই বিখ্যাত টাউট সার্টিফাইড কপি জালিয়াতকারী আলমগীরকে কোর্ট এলাকা থেকে পাকরাও করা হয়। তার ব্যবহৃত মোবাইলে পাওয়া গেছে একাধিক নারীর আপত্তিকর চিত্র।জানা যায় সে এক মামলায় ক্লাইন্টের কাছ থেকে সর্বোচ্চ ফি নিয়েছেন ৩০ লাখ।একাধিক বাংকের এটিএম কার্ড জালিয়াতির কাগজপত্র নগদ টাকা পরিচয় পত্র সহ আজ  হাতেনাতে তাকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ