বালিপাড়ায় ইউপি নির্বাচন আজ,কার মুখে ফুটবে হাসি

মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃ ইন্দুরকানীর ৩নং বালিপাড়া ইউপি নির্বাচন আজ সোমবার। গত কয়েক দিন ধরে দিনভর আষাঢ়ের গুড়িগুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত যেন গ্রামীণ জনপথ। বৃষ্টি আর করোনা সংক্রমণের ভিতির মধ্য দিয়েই গত শনিবার শেষ হয়েছে ইউপি নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা। আজ রবিবার রাত পোহালেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে কাংখিত ভোট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারনে দুমাসের বেশি স্থগিত থাকার পর আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম ধাপের ইউপি নির্বাচন। অনুষ্ঠেয় এ ইউপি নির্বাচনকে ঘিরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার একটি ইউপিতে হচ্ছে ভোট। ৩নং বালিপাড়া ইউনিয়নে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিদ্বন্দী প্রার্থীরা শনিবার পর্যন্ত চালিয়েছেন শেষ মুহুর্তের জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার প্রার্থীরাও ভোট প্রার্থণার জন্য ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিয়মিত মাইকিং, মটর বাইক শোডাউন, উঠান বৈঠক, পথসভা,মতবিনিময় ও গণসংযোগ করে ভোট প্রার্থণা করেছেন প্রার্থীরা। নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভোটারদের সমর্থণ পেতে নিজ নিজ প্রার্থীর পক্ষে কর্মি-সমার্থকরাও চালাচ্ছেন জোর প্রচেস্টা। শুরু থেকে এখানে শান্তিপূর্ন ভাবে সকল প্রার্থীরা নিজের মত করে প্রচার প্রচারনা চালিয়েছেন। তবে ভোটের দিন এরকম বৈরী আবহাওয়া বিরাজ করলে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার আশংকা করছেন প্রার্থীরা।

এদিকে এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সোমবার নানা শংকা আর সুষ্ঠু ভোট নিয়ে সংশয় রয়েছে সাধারন ভোটারদের মাঝে। যদিও প্রশাসন অবাধ, সুষ্ঠু ও শান্তির্পূর্ণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে শতভাগ আশাবাদি।
এ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী থাকলেও মাঠে জোরালো প্রচারনায় ছিলেন নৌকার মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) মনোনীত বাই- সাইকেলের প্রার্থী মো: মোয়াজ্জেম হোসেন ও সতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আবু হানিফ খান বাঙ্গালী। তবে এখানে নৌকা আর বাই-সাইকেলের মধ্যে লড়াই হবে হাড্ডাহাডি এমনটাই বলছেন সাধারন ভোটাররা। বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক খ্যাত এ ইউনিয়নটিতে এবার সরকার বিরোধী দলের কোন প্রার্থী অংশ নেননি নির্বাচনে। আর এ জন্য বিএনপি-জামায়াতের ভোট ভাগাভাগি করে নিতে জোরালো চেস্টা চলছে নৌকা আর বাই-সাইকেলের মনোনীত প্রার্থীর মধ্যে। এ ইউনিয়নটিতে প্রথম ধাপে উপজেলার শুধু মাত্র একটি ইউনিয়নে নির্বাচন হওয়ায় মুখিয়ে আছেন এ উপজেলার সকল মানুষ। কে হবেন এ ইউনিয়নটির পরবর্তি চেয়ারম্যান-মেম্বার? শেষ মুহুর্তে সেই হিসেব-নিকেশ নিয়েই ব্যস্ত এখন বিভিন্ন রাজনৈতিক দল, সাধারন ভোটার আর প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১০ হাজার ৪'শ ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩'শ ৭৮ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩২ জন। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রস্তুতি শেষ করেছেন উপজেলা নির্বাচন অফিস।

নির্বাচনের বিষয়ে বাই-সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো: মোয়াজ্জেম হোসেন প্রতিবেদককে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমার চাওয়া। ভোটাররা যাতে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেরকম পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশন ও আইন-শৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান তিনি। তবে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় থাকলে এবং ভোট কেন্দ্রে আশানুরুপ ভোটার উপস্থিতি ঘটলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদি তিনি।
নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মো: কবির হোসেন বলেন, এলাকার উন্নয়ন এবং নানা রকম সুবিধা অসবিধায় দীর্ঘ ৫টি বছর এলাকাবাসীর পাশে থাকার চেস্টা করেছি। সব শ্রেণী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং দলমতের উর্ধে থেকে এলাকার জন্য কাজ করেছি। বিগত ৫টি বছর আমার এলাকার সব দল এবং মতের মানুষ শান্তিতে ছিল। তাই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অত্র ইউনিয়নের জনগণ নৌকা প্রতিকেই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পুনরায় এলাকাবাসীর সেবা করার সুযোগ দিবে বলে আমার বিশ্বাস।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির বলেন, প্রথম ধাপে ইন্দুরকানী উপজেলার শুধু বালিপাড়া ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত এখানে আইন-শৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে সোমবার সকল ভোট কেন্দ্রে নির্বাচনী পরিবেশ শতভাগ সুষ্ঠু রাখতে আমারা সর্বাত্বক চেস্টা চালাবো।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ