ভিডিও’র মাধ্যমে ঘর পাওয়া মানুষ গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।রবিবার(২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য জেলার ন্যায় যশোর জেলার শার্শা উপজেলায় ৫৩ ভূমিহীন-গৃহহীনদের মাঝে জমি সহ নির্মিত পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব বর্ষের লগো সম্বলিত ফোল্ডারে কবুলিয়ত দলিল ভূমিহীনদেরকে হস্তান্তর করবে শার্শা উপজেলা প্রশাসন।শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৫৩ হতদরিদ্র পরিবারদেরকে নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ঘর হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী’র দেওয়া ঘরগুলি হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্সে অংশ নেন ৮৫,যশোর-১শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
তিনি প্রধানমন্ত্রী’র পক্ষ হয়ে গৃহহীনদের মাঝে ০২ শতক জমি সহ ঘরগুলি হস্তান্তর করেন।সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার(ভূমি) রাসনা শারমিন মিথী, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খাঁন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক-আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাএলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরের এই ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অধীনে শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নাধীন কুলপালা গ্রামে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী’র দেওয়া ২৫ টি ঘর গত ১৪ জুন হস্তান্তর করা হয়।প্রধানমন্ত্রী’র পক্ষ হয়ে ঘরগুলি হস্তান্তর করেন শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
