তুমি আছ
মোর হৃদয়ের গভীরে
স্বপ্নময় আবেশ নিয়ে!
তুমি আছ
মোর বাহুডোরে
প্রেমময় আলিঙ্গনে
তুমি আছ
মোর চোখের তাঁরায়
অপ্সরী রূপের ঝলক নিয়ে!
তুমি আছ-
সারা বাড়িময়
স্নেহভরা হাতের পরশ বুলিয়ে!
তুমি আছ
চিরল পাতার ফাঁক গলিয়ে
দোয়েলের গানের সুরে!
তুমি আছ-
দখিনা সমীরণে
প্রেমময় ভালবাসার বন্ধনে!
তুমি আছ
বসন্তের কোকিলের মন মাতানো
কুহু-কুহু সুরের মূর্ছনা নিয়ে!
তুমি আছ
গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে
শীতল পরশ হয়ে!
তুমি আছ-
রিমঝিম বরষায়
মায়াময় বর্ষণমুখর মাদকতায়!
তুমি আছ-
আমায় ঘিরে, সারাটা জীবন জুড়ে।।
১৭-১২-২০১৯,
৫১৩-২, নাজির শংকরপুর, যশোর।