তাল
তমালের দেশ
সবুজে
ভরা গাঁও
দেখতে
যদি চাও
আস এই
বাংলায়।
হাজার
বুনো ফুল
সুবাস
যে ছড়ায়
জুঁই
চামেলি হাসনাহেনা
সেতো
এই বাংলায়।
পুবাল
হাওয়া বয়
হিজল
গাছের ছায়
মন যে
উদাস হয়
সেতো
এই বাংলায়।
কুহু
কলতান
পাখ-পাখালি
গায়
সুরে
ভরে মন
সেতো
এই বাংলায়।
সবুজে
ভরা মাঠ
যেদিক
দুচোখ যায়
শস্য-শ্যামলা
সেতো
এই বাংলায়।
নদ-নদীর
এই দেশ
পাল
তোলা না’য়
ভাসাও
তুমি গা
সেতো
এই বাংলায়।
বন পাহাড়ে
ঘেরা
ঝর্ণা
ধারা বয়
ছোট
ছোট ছড়া
সেতো
এই বাংলায়।
নদী
ভরা জল
ইলিশ
পাওয়া যায়
পদ্মা
ও মেঘনায়
সেতো
এই বাংলায়।
হাজার
রকম মাছ
মেঘমালা
বরষায়
পুষ্টির
যোগান দেয়
সেতো
এই বাংলায়।
আম-জাম
কাঁঠাল
তাল-তেঁতুল
কামরাঙ্গায়
ভরা
কত ফল
সেতো
এই বাংলায়।
বিশ্ব
সেরা সৈকত
কক্সবাজার
কূয়াকাটায়
মন হারিয়ে
যায়
সেতো
এই বাংলায়।
হৃদয়ে
বাংলাদেশ
ভালবাসি
বাংলাদেশ।।