‘বাবা’ বলে ডাকো না আর
কতো দিন হয়ে গেল পার।
কেন এই দূরত্ব বলো দুজনার
মানতেই পারিনা বিয়োগ তোমার।
আছো যে হৃদয়ের সবটুকুতেই
তবুও বঞ্চিত তোমার স্নেহ থেকেই।
ফোনের ওপ্রান্তে কণ্ঠ তোমার নেই
দুঃখ সাগরে তাই ডুবায় নিজেকেই।
তুমি ছাড়া লাগে সবই শূণ্য
আমি যে অভাগা বড়ই নগণ্য।
তবুও জগত মালিকের হই শরণাপন্ন
ইবাদত বন্দেগীতে কুড়ায় যে পুণ্য।
জান্নাতের সুঘ্রাণ ছড়ানো ফুল বাগিচায়
কল্পলোকে বাবা তোমায় দেখতে পায়।
জীবনের সমাপ্তিতে আসবো খোদার ইচ্ছায়
সেই জনমেও রবো একসাথে নিশ্চয়।