কুলাউড়ার মুক্তাজিপুর এলাকার গাছ কাটা নিয়ে চলছে বিদ্রুপ

কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের আওতাধীন মুক্তাজিপুর গ্রামে রাস্তার পাশে কিছু গাছ কাটা হয়।গাছ কাটা নিয়ে চলছে বিদ্রুপ।রাস্তার পাশে গাছ লাগানো ভালো কথা কিন্তুু ওই গাছগুলোর কারণে এত্র এলাকায় ঝড় তোফানের সময় গাছ ভেজ্ঞে বিদ্যুৎতের লাইনের উপর পড়ে।যার কারণে বিদ্যুৎ জনিত সমস্যায় পড়তে হয় এত্র এলাকার লোকজনকে।এমনকি ঝড় তোফানের সময় গাছ ভেজ্ঞে গিয়ে রাস্তা ব্লক হয়ে যায়।যার ফলে লোকজনের যাতায়াতের সমস্যা হয়।

গাছ রোপণ কারী ব্যক্তিদের কে এত্র এলাকার পঞ্চায়েতর লোকেরা গাছ কাটার জন্য বলেন।কিন্তুু তারা না কাটার কারণে গত (১৮ জুন) এত্র এলাকার সমাজকল্যাণ তরূন সংস্থা ও পঞ্চায়েতর লোকেরা মিলে গাছ কাটেন।এই সময় উপস্থিত ছিলেন,,এত্র পঞ্চায়েতের সভাপতি-তইওব আলী,সাধারণ-সম্পাদক ও আরোও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

পরে (২০জুন) এলাকার কিছু লোকেরা  কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে বলা হয়ে অত্র এলাকার মজির মিয়া ওনার লোকেদেরকে নিয়ে গাছ কেটেছেন।কিন্তুু এত্র এলাকার লোকদের কাছ থেকে যানা গেছে এত্র এলাকার পঞ্চায়েতের সভাপতি তইওব আলির নির্দেশে সমাজ কল্যাণ তরূন সংস্থা ও পঞ্চায়েতের যোত উদ্যোগে গাছ কাটা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ