আশাশুনি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আহসান উল্লাহ  বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃআশাশুনিতে সবুজ বাংলা গড়ার লক্ষ্য বাস্তবায়নে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে উপজেলা ও কলেজ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। 

জননেত্রী শেখ হাসিনার সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আশাশুনি উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসমাউল হুসাইন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন, ছাত্রলীগ নেতা ইমদাদ, শাহারুল, মিজান, শান্ত, তারিক, আমান, রাসেল, সৌরভ প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ