অনিয়ম-দুর্নীতি ও দালালদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার ৭২ ঘন্টার আল্টিমেটাম

 ফারুক আহমদ চৌধুরী সিলেট ব্যুরোঃ সিলেট বিভাগে লাখো মানুষের সুচিকিৎসার ভরসাস্থল সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ লোকই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির। টাকার অভাবে এসব লোক সরকারী হাসপাতালের শরণাপন্ন হোন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে ও সত্য সিলেট ওসমানী মেডিকেল  এখন দালালদের অভয়ারণ্য,।সরকার দলীয় রাজনৈতিক নেতাদের যোগশাযোশে কতিপয় অসাধু কর্মকর্তার হাসপাতালের প্রতি সেক্টরে দালালদের দৌরাত্ম। এব্যাপারে সিলেটের স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশ করেও কোন প্রতিকার হচ্ছে না। অদৃশ্য ইশারায়  চলে দালালদের অবাধ বিচরন।হাসপাতাল টা যেন ক্রমশ রক্ত চোষা প্রানীর মত ভয়ংকর হয়ে উঠছে।হাসপাতালের প্রতি ইট-পাথর দানবের মত হা করে আছে সাধারণ  মানুষদের হয়রানি করতে। সাধারণ মানুষের  চিকিৎসা  নিতে দিন দিন  কষ্টকর হয়ে  যাচ্ছে।

তারই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, সিলেট জেলা শাখা এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সিলেট  প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানসহ ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা দিয়েছে।  অভিলম্বে এইসব দালালদের  উৎখাত করতে না পারলে। কঠিন কর্মসূচি  নিয়ে মাঠে নামবে বাংলাদেশ  মুক্তিযুদ্ধ মঞ্চ  সিলেট  জেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ