রাকিবুল, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার (শিশু খাদ্য) বিস্কিট, দুধ, হরলিক্স, সুজি, চিনি, লাচ্চা, বুট, খাজুর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের হুইল চেয়ার প্রাপ্ত ৪০জন শিক্ষার্থীর মাঝে এ শুকনো খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধূরী।
নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার প্রমুখ।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ এর সঞ্চালনায় এসময় প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।