বারবার মহাকাশের কোন এক অজানা স্থান থেকে রহস্যময় বেতার তরঙ্গ
ভেসে আসছে, ঐ তরঙ্গ রহস্য খুঁজতে ব্যস্ত বিজ্ঞানীরা, মহাজাগতিক,
মহাশূন্যের কোন গ্রহের প্রাণীর বসবাসের সংকেত দিচ্ছে, তাহলে কি
এলিয়েন ? সত্যিই মঙ্গল বা অজানা কোন গ্রহের প্রাণী, রহস্যময় কোন
রেডিও ষ্টেশন থেকে পৃথিবীতে তরঙ্গ বার্তা পাঠাচ্ছে, হয়তো সেদিন আর
বেশী দূরে নয়। সব রহস্যের জট খুলে যাবে, ভয়ংকর কোন বিস্ময়ের
অপেক্ষায় পৃথিবী শুদ্ধ মানুষ, শুনতে পাবে বিস্ময়কর কোন বার্তা, পূর্ব দিগন্তে
সূর্য্য ওঠার মত, পৃথিবী ধ্বংসের শেষ দিবসের অশনি সংকেত, উন্মোচিত হতে
পারে নতুন কোন পৃথিবী সৃষ্টি রহস্যের, অনুজ্জ্বল নিভূ-নিভূ-আলো স্পষ্ট হয়ে
উঠবে। অতি সম্প্রতি চীনা এক রোবট মহাকাশ যান চাঁদের অন্ধকার পৃষ্টের ছবি
তুলে পৃথিবীকে অবাক বিস্ময়ে হতবাক করে দিয়েছে, কোন এক রহস্যের
ঘেরাটোপে পৃথিবী নামক গ্রহটির আহ্নিক, বার্ষিক গতির কতটা তারতম্য ও
বিপর্যয় ঘটলে কখনো কখনো পৃথিবীর কোন দেশে কোন অঞ্চলে সপ্তাহে
একদিন সূর্য্য ওঠার ঘটনা ঘটলেও, অবাক হবেনা কেহ, তেমনি ভাবে সব
রহস্যের জাল ছিড়ে যদি ভিন গ্রহ থেকে পৃথিবীর মানুষের সংগে
যোগাযোগের রহস্য বার্তা ভেসে আসে অজানা কোন
রেডিও ষ্টেশন থেকে অবাক হওয়ার তেমন কিছু নেই।
(সমাপ্ত