গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ওসি ইমারত হোসেন গাজীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিদায়ী ওসি ইমারত হোসেন গাজীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা স্মারক দেওয়া হয়েছে।২২ জুন মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্ব এ বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল,সহকারী কমিশনার (ভূমি)ফাতেমা-তুজ-জোহরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাবিব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন ফুলপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী একজন নিষ্ঠাবান,জনবান্ধব,কর্তব্য পরায়ন পুলিশ অফিসার ছিলেন।আইন শৃঙ্খলার উন্নয়ন ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি অনেক প্রশংসনীয় কাজ করেছিলেন যা ফুলপুরবাসী সব-সময় তার কথা স্মরণ রাখবে চৌকশ পুলিশ কর্মকর্তা পুলিশ প্রশাসনের সুনাম বয়ে এনেছেন।এসময় উপস্থিত সকলেই তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
