করোনা ভাইরাস রেজাউল করিম রোমেল


করোনা ভাইরাসে
বিশ্ব এখন অচল,
সচেতন না হলে
পাবে তার কুফল।

কোভিড নাইনটিনে আক্রান্ত
লক্ষ লক্ষ মানুষ,
হাজার হাজার মরছে মানুষ
একটু রেখ হুশ।

বার বার হাত ধুলে
আক্রান্ত ঝুকি কমে,
সাবান দিয়ে হাত না ধুলে
ধরবে করোনা জমে।

মহামারি করোনা থেকে
থাকো সচেতন,
না হলে তো জীবন যাবে
শুধুই অকারণ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ