রাজশাহী ব্যুরোঃ বগুড়ার আদমদিঘীর সান্তাহারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে সোমবার রাতে আদমদিঘী থানা পুলিশ পলাশ বোডিংয়ে অভিযান চালিয়ে ৪ জন নারীসহ মোট ১০জনকে আটক করেছে। আটক কৃতরা হলো গাইবান্ধার নারায়নপুর গ্রামের সুজন মিয়া (২৫), আত্রাই উপজেলা সাহাগোলার রুবেল হোসেন (২৭), নওগাঁর শেরপুরের ওবাইদুল (৩২), বানিপুরের আব্দুল রশিদ (২৪), ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাচরার ইউসুফ আলী (২৪), বগুড়ার পার্বতীপুরের স্বপন (৩৮), বগুড়ার শিবগঞ্জের জুলি বেগম (২০), নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জের পারভিন খাতুন বৃষ্টি (২৪), সাঘাটা বোনারপাড়ার রুপা বেগম (১৯) ও রাজশাহীর তালাইমারির শাবানা (২৬)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, পলাশ বোডিংয়ে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের লিপ্ত থাকার অভিযোগে উল্লেখিত চার নারীসহ ১০জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।